আজ শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ১২:৫৭ পূর্বাহ্ন
সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে তেল-গ্যাস অনুসন্ধানের দাবি করেছেন এফবিসিসিআই’র সাবেক সহ সভাপতি আবুল কাশেম হায়দার

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে তেল-গ্যাস অনুসন্ধানের দাবি জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পোদ্যোক্তা আবুল কাসেম হায়দার। এ বিষয়ে তিনি সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর এক আবেদনপত্র প্রেরণ করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, সাগরবেষ্টিত ও প্রায় চার শত বছরের পুরোনো এ দ্বীপ অঞ্চল এখনও অবহেলিত ও পশ্চাৎপদ। বহু সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলে অদ্যাবধি কোনো কূপ খনন কাজ হয়নি। অথচ সন্দ্বীপে তেল-গ্যাস অনুসন্ধান করা হলে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ আহরণের সুযোগ রয়েছে।

তিনি বলেন, “চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পেট্রোবাংলার অধীনে কূপ খনন কাজ শুরু করা হলে দেশের জ্বালানি নিরাপত্তা মজবুত হবে এবং জাতীয় অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ”