বাদল রায় স্বাধীন, (সোনালী সন্দ্বীপ), চট্টগ্রাম প্রতিনিধি
সন্দ্বীপের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুছাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় এর অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অভিবাবকদের সরব উপস্থিতির মধ্য দিয়ে।
২ সেপ্টেম্বর সকাল ১১ টায় বিদ্যালয়ের হাজী মোক্তাদের মাওলা অডিটোরিয়ামে উক্ত অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তসলিম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম বাবুল,মাষ্টার মোজাম্মেল হোসেন,অভিবাবক মোঃ মাঈন উদ্দিন শিকদার,সাবেক ইউপি মেম্বার হেলাল উদ্দিন,রিদোয়ান সওদাগর, মোঃ আবুল খায়ের, জোবেদা বেগম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বৃন্দ। সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাষ্টার বিধান চন্দ্র দাস।
সভায় বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, অভিবাবক ও ছাত্রছাত্রী সহ প্রায় ২ শতাধীক অভিবাবক উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি ও বক্তারা বলেন মোঃ তসলিম উদ্দিন সভাপতি নির্বাচিত হওয়ার ৪ মাসের মধ্যে বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়ন সহ অবকাঠামোগত দৃশ্যমান অনেক উন্নয়ন হয়েছে। তার মধ্যে নিরাপত্তা বেষ্টনী হিসাবে ২৩টি সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর কার্যালয় ও সহকারী শিক্ষকদের অফিস রুম সজ্জিতকরন ,সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতার জৈষ্ঠ সন্তান মরহুম হাজী মোক্তাদের মাওলার নামে নান্দনিক হলরুম নির্মান ,৭১ এর চেতনাকে জাগ্রত রাখতে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম এর নামে একটি একাডেমিক ভবন নির্মান ও নামকরন করা হয়েছে। এছাড়াও ছাত্র/ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়া সম্পর্কে নিয়মিত মনিটরিং, শিক্ষকদের পাঠদানের বিষয়ে সর্বোচ্চ মনোযোগ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।
অন্যদিকে স্কুল সংলগ্ন হাটরবাজার, দোকান বা স্কুল গামী ছাত্রীদের ইভটিজিং বন্ধ, অযথা আড্ডাবাজি ইত্যাদি বিষয়ে কঠোর নজরদারী করা হচ্ছে। তাই দিনদিন শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে বলেও তারা মন্তব্য করেন।