মোবারক হোসেন ভূঁইয়া (সোনালী সন্দ্বীপ) ::
==================================
চট্টগ্রামে শুরু হচ্ছে ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের বিভিন্ন বাহিনী ও জেলার ২৫টি দল।
জাতীয় পর্যায়ে সাইক্লিং খেলাকে জনপ্রিয় করতে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে শুরু হচ্ছে ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা–২০২৫। ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গায় অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী এই আয়োজন।
এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, র্যাব, পুলিশ, রেলওয়ে ও দেশের বিভিন্ন জেলার মোট ২৫টি দল। অংশগ্রহণ করছে প্রায় ২৫০ জন প্রতিযোগী।
"আমরা চট্টগ্রামকে বেছে নিয়েছি যাতে সমুদ্র উপকূলীয় এলাকায় এক ভিন্নধর্মী ট্র্যাক ব্যবহার করা যায়। "
প্রতিযোগিতায় থাকছে ৫টি ইভেন্ট— ৮০ কিমি রোড রেইস, ৪ কিমি ইনডিভিজুয়াল পারস্যুট, ৩ কিমি টিম পারস্যুটসহ আরও দুই বিভাগ। বিজয়ীদের মাঝে মোট ২৫ লাখ টাকার প্রাইজমানি বিতরণ করা হবে।