আজ শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ || ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ শনিবার, ০৯:০৩ অপরাহ্ন
শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
বোয়ালখালীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়া স্মৃতি পরিষদের দোয়া মাহফিল

এম এ মন্নান (চট্টগ্রাম) ::

সাবেক তিনবারের  প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে গত শুক্রবার (৫ ডিসেম্বর) বাদে আসর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জিয়া স্মৃতি পরিষদের আহ্বায়ক মনজুর আলম মাস্টার  সভাপতিত্বে সদস্য সচিব সাংবাদিক এম এ মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল হাকিম, বোয়ালখালী কৃষকদলের সাবেক আহ্বায়ক সাবেক ছাত্রদল নেতা সৈয়দ আবদুল গনি, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন, জিয়া স্মৃতি পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক মেম্বার, মো. হাসান চৌধুরী, অ্যাডভোকেট শামসুদ্দিন চৌধুরী,  মো. ইউসুফ নবী, পল্টু বড়ুয়া, জহুর মুন্সি, উপদেষ্টা আবু তাহের মাস্টার, মোহাম্মদ ছৈয়দ হোসেনও মমতাজ উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক  নেতা মনসুর আলী, আরিফুর রহমান, মিজানুর রহমান অভি প্রমুখ।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু  কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন গোমদণ্ডী দরফপাড়া আছাদিয়া সেহাবিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুর রহমান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের মাঝে এবং স্থানীয় এতিমখানার ছাত্রদের মাঝে তাবারুক  বিতরণ করা হয়।