
এম এ মন্নান (চট্টগ্রাম) ::
উপজেলা প্রশাসন সাংবাদিকদের নিয়ে কাজ করতে হবে আমরা একে অপরের পরিপূরক সাংবাদিকদের লেখনীর মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
গত মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা বোয়ালখালী নির্বাহী অফিসার কার্যালয়ে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বোয়ালখালী উপজেলার ভৌগোলিক অবস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ । আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন কি ভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করাটাই আমারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এসময় তিনি আরো বলেন, যে কোন ধরনের কাজ সহজে করতে হলে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতায় কামনা করেন ।
বোয়ালখালীর সামগ্রিক উন্নয়নে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম,সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাবেক সভাপতি এম এ মন্নান, আবুল ফজল বাবুল, শাহিনুর কিবরিয়া মাসুদ, সহ সভাপতি রাজু দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পূজন সেন, সাংবাদিক এসএম গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি,অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সদস্য আল সিরাজ ভাণ্ডারী, এসএম রবিউল হোসাইন, শাহী এমরান কাদেরী, এম হোসাইন, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহাদাৎ হোসাইন জোনাইদী।