আজ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ || ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ১০:৪৫ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
বোয়ালখালীতে প্রাণী সম্পদ বিভাগের লাখ টাকার মেলা কয়েক মিনিটেই শেষ 

 এম এ মন্নান (সোনালী সন্দ্বীপ) চট্টগ্রাম ::

চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে  লক্ষ টাকা খরচ করে মেলার আয়োজন হলেও ষোলকলা পূর্ণ হলো  না উপজেলা প্রাণী সম্পদ বিভাগের। সমালোচনার মুখে ফটো সেশন করেই শেষ করতে হলো এত বড় আয়োজন।

এ নিয়ে মেলায় আগত দর্শনার্থীদের প্রশ্ন সরকারের এত টাকা খরচ করে কয়েক মিনিটের লোক দেখানো এ মেলার আয়োজন কি প্রয়োজন ছিল।  
জানাযায় -জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রাণী সম্পদ বিভাগ  উপজেলা সদরস্হ একটি স্কুলে মেলার আয়োজন করে গতকাল বুধবার।

কিন্তু ঐ স্কুলে ঠিক একই সময়ে বার্ষিক পরীক্ষা,কারিগরি বোর্ড ও এসএসসি টেস্ট পরীক্ষার কেন্দ্র হওয়ায় এ নিয়ে গতকাল দৈনিক কর্ণফুলী,সোনালী সন্দ্বীপ  সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ও অভিভাবকদের মাঝে সমালোচনার ঝড় উঠতে থাকায় বেকায়দায় পড়ে আয়োজক কর্তৃপক্ষ।

তারা তড়িঘড়ি করে কয়েক মিনিটেই শেষ করে দেয় মেলা। ফলে অনেক দূরদূরান্ত থেকে মেলায় আগত দর্শনার্থীদের প্রশ্ন সরকারের এত টাকা খরচ করে কয়েক মিনিটের লোক দেখানো এ মেলার আয়োজন কি প্রয়োজন ছিল। তাও আবার একটি পরীক্ষা কেন্দ্রের মাঠে। এমন প্রশ আজ সারা বোয়ালখালীর আপামর জনতার মুখে  মুখে।