আজ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ || ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ১০:৪৫ পূর্বাহ্ন
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলসের  শীতবস্ত্র  বিতরণ

ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস  ডিস্ট্রিক্ট ৩৪৫ এর উদ্যোগে গত ২০ নভেম্বর চট্টগ্রামের মোজাফফরাবাদ এলাকার  টিপু বস্তিবাসীর  অসহায় ও দরিদ্র মহিলাও পুরুষদের  মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।   

বিতরণ কালে ক্লাবের পক্ষ থেকে উপস্হিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট  বোরহানা কবির,  প্রেসিডেন্ট  নাজনীন আরা,, ভাইস প্রেসিডেন্ট-২ রোকেয়া আক্তার বারী, সাবেক প্রেসিডেন্ট  মুনিরা হুসনা,  সেক্রেটারি,  মানসী তালুকদার,  ক্লাব করোসপনডেন্ট  জেসমিন আরা বেগম প্রমূখ ।