
ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস ডিস্ট্রিক্ট ৩৪৫ এর উদ্যোগে গত ২০ নভেম্বর চট্টগ্রামের মোজাফফরাবাদ এলাকার টিপু বস্তিবাসীর অসহায় ও দরিদ্র মহিলাও পুরুষদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
বিতরণ কালে ক্লাবের পক্ষ থেকে উপস্হিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট বোরহানা কবির, প্রেসিডেন্ট নাজনীন আরা,, ভাইস প্রেসিডেন্ট-২ রোকেয়া আক্তার বারী, সাবেক প্রেসিডেন্ট মুনিরা হুসনা, সেক্রেটারি, মানসী তালুকদার, ক্লাব করোসপনডেন্ট জেসমিন আরা বেগম প্রমূখ ।