আজ শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ || ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ শনিবার, ০৮:৫৮ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
চট্টগ্রাম হযরত উমর (রা.) মডেল মাদরাসা মিলাদুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 

মোবারক হোসেন ভূঁইয়া :: 

সিলিমপুর সি ডি এ হযরত উমর (রা.) মডেল মাদরাসা ও হিফয  খানার মিলাদুন্নবী (সা.) মাহফিল, বার্ষিক শিক্ষা প্রদর্শনী  ও হিফজ সমাপ্তকারি শিক্ষার্থীদের পাগড়ী প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক  মুহাম্মদ সাঈদ মানিক এর সঞ্চালনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা এইচ এম রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন শিক্ষানুরাগী সমাজ সেবক ও ব্যবসায়ী হাফেজ মাওলা মুহাম্মদ নাজিম উদ্দীন।  
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ডের প্রধান প্রশিক্ষক মাওলানা সলিম উল্লাহ খান সাহেব। ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ মসজিদ মিশন সীতাকুনণ্ড থানার সভাপতি  আবু হাফস মুহাম্মদ  নকিব। মোহাম্মদ হাফেজ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান,  হাটহাজারী  কৃষি ইনস্টিটিউট    বৈজ্ঞানিক  ড.মোহাম্মদ শাহাদাত হোসাইন। সিলিমপুর সিডিএ আ /এ কল্যাণ সমিতি ও জামে মসজিদের
সেক্রেটারি মুহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী,  মোহাম্মদ ফোরকান, ইন্জিনিয়ারি মোহাম্মদ আরাফাত উদ্দিন,  মুহাম্মদ গিয়াস উদ্দিন মেহেরি, মোহাম্মদ ঔলি উল্লা মোহাম্মদ সুমন , মানবতার আলো  ফাউন্ডেশনের সভাপতি । তানজিমুল মিল্লাত মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আনোয়ার।
এই সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক
 হোসনে আরা বেগম। সিলিমপুর সিডিএ আ/এ বি ব্লক জামে মসজিদর পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম,  শিক্ষানুরাগী মাসুদ সরকার,  মোহাম্মদ মাসুদ করিম 
কার্যনির্বাহী সদস্য সিলিমপুর সিডিএ আ /এ কল্যাণ সমিতি।  মুনাজাত পরিচালনা করেন সিলিমপুর সিডিএ আ/এ এ ব্লক জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ইউসুফ ।
এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকসহ
  আরও অনেকেই উপস্থিত ছিলেন। 
এই সুন্দর একটা আয়োজন করার জন্যে  প্রধান শিক্ষক এইচ এম রবিউল ইসলাম ও পরিচালকবৃন্দ কে জানিয়েছন আন্তরিক অভিনন্দন ও মোবারক বাদ।