আজ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ || ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ১১:০৪ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে সেতু নির্মান করে তারেক রহমানের জন্মদিন পালন

সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ::
       সেতু নির্মানের ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের উদ্যোগে উপজেলার কালাপানিয়া ইউনিয়নে ১৫০ ফুট দীর্ঘ খালের ওপর কাঠের সেতুটি নির্মাণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এটির নির্মান কাজ শেষ হলে শুক্রবার সকাল থেকে জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতোপূর্বে এ খালের ওপর একটি বাঁশের সাঁকো ছিল।  গত দু' বছর আগে উঁচু জোয়ারের পানিতে সাঁকোটি ভেঙ্গে চলাচলে অযোগ্য হয়ে যায়। ভেঙ্গে যাবার পর মেরামতে আর উদ্যোগ নেয়া হয়নি। কালাপানিয়ার ৮ নং ওয়ার্ডের প্রায় ৫০০০ মানুষ নিত্য প্রয়োজনে এ সাঁকোটির ওপর নির্ভর ছিল। ফলে প্রতিদিন এলাকার স্কুল- কলেজের শিক্ষার্থীরা ও হাট- বাজারে যাতায়াত করতে গিয়ে সাধারন মানুষ নানা সমস্যার সম্মুখীন হতেন। সেতুটি নির্মানের ফলে এখানকার মানুষের যাতায়াতে সুবিধা সৃষ্টি হওয়ায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
  আবুল কাসেম নামক একজন স্থানীয় শিক্ষক জানান,"এলাকায় ধানের শীষের প্রচারনায় এলে  রফী উদ্দিন ফয়সালকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়"। এ ব্যাপারে সাবেক ছাত্রদল নেতা রফী উদ্দিন ফয়সাল বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবারের জন্মদিনকে স্মৃতিময় করে রাখতে এলাকার সাধারণ মানুষের বিশেষ করে স্কুল- কলেজের ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে সেতুটি নির্মানের উদ্যোগ নিয়েছি"। 
এলাকায় সেতুটির নির্মাণকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ উদ্যোগে অংশগ্রহণ করেছেন।