
সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ::
চট্টগ্রামের সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় উপজেলার দেলোয়ার খাঁ সড়কে এক বিশাল সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে। উত্তর জেলা বিএনপি নেতা ও সন্দ্বীপ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর সমর্থনে সাইকেল র্যালিটি মঙ্গলবার দুপুরে মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গাছুয়া একে একাডেমি পর্যন্ত দীর্ঘ দশ কি. মি.এলাকায় শ্লোগানের মাধ্যমে প্রদক্ষিন করে।
এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা সাইকেল চালিয়ে এ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
উক্ত র্যালিতে অংশ নেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাওন রকি, পৌরসভা বিএনপি নেতা মনিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা নাহিদ মেম্বার, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলীম মেম্বার, সারিকাইত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নূর নবী, সারিকাইত ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম, মগধরা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন, মুছাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাজী আকবর, সারিকাইত ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল, মাইটভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান, মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজগর, মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার গাছুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্না, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল, সারিকাইত ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত রুবাই, সারিকাইত ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামরুল হাছান ও র্যালিতে আরো অংশগ্রহণ করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের অসংখ্য কর্মী ও সমর্থক।
র্যালি শেষে বাউরিয়া মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী, বারংবার কারা নির্যাতনের শিকার, স্বৈরাচারী পরিহিত সেই সাহসী নেতার নাম ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বক্তারা আরও জানান, তিনি বছের পর বছর পরিবার থেকে দূরে থেকেও, শেখ হাসিনার সময়কার পুলিশ প্রশাসন ও ছাত্রলীগ–যুবলীগের বারবার হামলা-নির্যাতন সত্ত্বেও দলের প্রতি অটল থেকে সব আন্দোলন-সংগ্রামে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারের কঠিন বছরগুলোতে দলের নির্দেশনা ও কমিটমেন্ট রক্ষা করে তিনি সন্দ্বীপের রাজনীতিতে নেতৃত্বের হাল ধরে রেখেছেন বলেও তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ বলেন, সন্দ্বীপে বিএনপির পুনর্গঠন, তৃণমূলকে সংগঠিত করে রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্বদানকারী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আজও তৃনমূল কর্মীদের আশা ও আস্থার প্রতীক। তারা বিএনপির স্থগিত সন্দ্বীপ আসনে পরীক্ষিত এ সাহসী নেতাকে মনোনয়ন প্রদান করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার দাবী জানান।