আজ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ || ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ০৪:২৫ পূর্বাহ্ন
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপের সন্তান ড. ইদ্রিস আলম বিশ্বের টপ ২% বিজ্ঞানীদের একজন

সন্দ্বীপের সন্তান ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেনট অর্গানাইজেশন এর প্রধান নির্বাহী প্রফেসর  ড. মো: ইদ্রিস আলম ২০২৫ বিশ্বের টপ ২% নামকরা গবেষকেদের একজন হিসেবে তালিকায় এসেছেন।

স্ট্যানফোরট ইউনিভারসিটি এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্হা  Elservier গবেষণার প্রভাব ও সাইটেশন এর ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর ২০২৫ সালে এ তালিকা প্রকাশ করেছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে প্রথম শ্রেণীর ডিগ্রী অর্জনের পর তিনি যুক্তরাজ্যের Northumbria University থেকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে এমএসসি ডিগ্রী‌ (২০০৭) এবং অস্ট্রেলিয়ার The University of New South Wales (UNSW) থেকে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ডক্টরেট ডিগ্রী (২০১৪) অর্জন করেছেন।

উক্ত অর্জন সম্পর্কে বলেন তিনি দূর্যোগ বিষয়ে বিশ্বের সব নামকরা জার্নালে গবেষণা প্রকাশ করেছেন। তাঁর গবেষণা বিশ্বব্যাপী দূর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রস্তুতি, মোকাবেলা এবং প্রশমনের অবদান রাখছে।

তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন তাঁর  গবেষণাসমূহ বিদেশিদের অর্থে বাংলাদেশে করা। বিশেষ কৃতজ্ঞতা জানান সকল কো কলাবেরটরদের এবং বিদেশি অর্থ দাতা সংস্থাকে।

উল্লেখ্য যে, ড্যাডো’র সন্দ্বীপে পানিতে ডুবে শিশু মৃত্যু নিবারণে জনসচেতনতা বাডানোসহ নানা কর্মসূচি চলমান রয়েছে। আমরা তাঁর আরও সফলতা কামনা করি।