চারু মিল্লাত (সোনালী সন্দ্বীপ) সন্দ্বীপ :
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের উপজেলা আহ্বায়ক মাওলানা আবু বক্কর ছিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শামসুদ্দোহা আশরাফী।
প্রধান মেহমানের বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিষদের চট্টগ্রাম পশ্চিম জেলার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ বিন ফারুকী। সম্মেলনটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন সন্তোষপুর হোসাইনিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুল্লাহ, মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুব, দারুল জান্নাহ মাহমুদিয়া বালক-বালিকা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আহম্মেদ, আজিমপুর আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বক্কর ছিদ্দিক, রশিদিয়া শামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা কেফায়েত উল্লাহ, বাউরিয়া রহমানিয়া মাদ্রাসার মাওলানা রেদোয়ানুল বারী, ও সন্দ্বীপ টাউন ফোরকানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মুফতি নুর হোসাইন, মুফতি নুরুল আবসার, মাওলানা আব্দুল হামিদ, মীর ইসমাঈল হোসাইন, মাওলানা জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ জাহিদুল ইসলাম, মাওলানা ইদ্রিস, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, গোলাম মোস্তফা, মাওলানা মুসলিম উদ্দিন প্রমুখ।
ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মাওলানা সানাউল্লাহ, সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসীন আরাফাত ভূঁইয়া, সহ-সভাপতি আশরাফুল আলম জিহাদুর রহমানসহ সন্দ্বীপের প্রায় পাঁচ শতাধিক ওলামায়ে কেরাম সম্মেলনে অংশগ্রহণ করেন।