ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্দ্বীপে আয়োজিত হচ্ছে মোটরসাইকেল শোডাউন ও পথসভা।
দলটির চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিকাল ২টায় খন্তারহাট, হারামিয়া থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হওয়ার কথা রয়েছে।
এরপর বিকাল ৩টায় এনাম নাহার মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
পথসভায় বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের উন্নয়ন দর্শন, দুর্নীতিমুক্ত রাজনীতি এবং শান্তিপূর্ণ সন্দ্বীপ গড়ার প্রতিশ্রুতি তুলে ধরবেন বলে জানা গেছে।
অধ্যাপক আমজাদ হোসাইন চরমোনাই পীর মনোনীত প্রার্থী হিসেবে এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় নেতারা জানিয়েছেন, জনসম্পৃক্ততা বাড়াতে ও নির্বাচনী বার্তা পৌঁছে দিতেই এই শোডাউন ও পথসভার আয়োজন।