আজ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ || ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ০৫:২০ অপরাহ্ন
মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫   |   sonalisandwip.com
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের বিক্ষোভ

সোনালী সন্দ্বীপ প্রতিবেদক :: নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী দখলদার ইসরাইল কর্তৃক নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সিলেট নগরীতে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল ২০২৫) বাদ জোহর সিলেট কালেক্টরেট জামে মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব দেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।

এ সময় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সভাপতি মো. জসিম উদ্দিন, ওয়াহিদ মাহমুদ, মো. পাভেল আহমেদ, জাকারিয়া খান শাহীন, রিমন আহমদ, মো. শাহ আলম, মো. শফিক আলী, মুন্না আহমদ, রায়হান আহমদ রাশেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া ফিলিস্তিনে গণহত্যার আরো প্রতিবাদ জানান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম সচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম মেরাজ, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লিগসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর ভূমিকা পালনে আহবান জানানো হয় এবং ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও গণহত্যায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।