আজ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ || ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ১০:৩০ অপরাহ্ন
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫   |   sonalisandwip.com
হিউম্যান আ্যান্ড ন্যাচার ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (HNDC)’র কার্যক্রমকে সারাদেশ ব্যাপী আরো বিস্তৃতির সিদ্ধান্ত

হিউম্যান আ্যান্ড ন্যাচার ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (HNDC)-এর এক সভা আজ ১২ এপ্রিল ২০২৫ শনিবার সংস্থার অস্থায়ী কার্যালয় পুরানা পল্টনস্থ প্রিতম-জামান টাওয়ারে HNDC-এর চেয়ারম্যান অ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব ড. মোহাম্মদ সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান আনিস-উর-রহমান আনিস, ড্রপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ আই ফিরোজ চাষী; পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং মো: মীমরাজ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে হিউম্যান আ্যান্ড ন্যাচার ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (HNDC) এবং কনসোর্টিয়াম মেম্বার সংস্থা Save The Rivers Bangladesh Society (SRBS)-এর যৌথ উদ্যোগে নারায়গঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

হিউম্যান আ্যান্ড ন্যাচার ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (HNDC) -এর কার্যক্রমকে সারাদেশ ব্যাপী আরো বিস্তৃতির বিষয়ে আলোচনা করা হয়।

হিউম্যান আ্যান্ড ন্যাচার ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (HNDC) নারায়গঞ্জ জেলা প্রশাসনকে মেঘনা গ্রুপ কর্তৃক নদী দখল এবং সরকারি পর্যায়ে তদন্ত রিপোর্ট কেন বাস্তবায়ন হয়নি এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

হিউম্যান আ্যান্ড ন্যাচার ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (HNDC)-এর চেয়ারম্যান অ্যাড. এম এ মজিদ সমাপনী বক্তৃতার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষনা করেন।  

# প্রেস বিজ্ঞপ্তি