আজ রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫ || ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ রবিবার, ০৯:৫২ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল নিযুক্ত হলেন সন্দ্বীপকন্যা কানিজ সুলতানা ত্বীনা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কানিজ সুলতানা ত্বীনা বাংলাদেশ সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেল অফিসে এসিস্ট্যান্ট এটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন।

তিনি ২০১৫ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। উচ্চ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পূর্বে তিনি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ছিলেন।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামের আমানিগো বাড়ীর মরহুম বজল করিম সেরাং এর নাতি আবুল মনসুর (সেলিম) এর কন্যা, মরহুম আব্দুল হাই এর নাতনী এটর্নি কানিজ সুলতানা ত্বীনার মেজোভাই সাইফুল ইলাহী জেহাদ অতিরিক্ত জেলা জজ হিসেবে মৌলভীবাজার জেলা আদালতে কর্মরত আছেন।

অ্যাডভোকেট কানিজ সুলতানা উচ্চ আদালতে দেওয়ানী ও ফৌজদারী উভয় সাইডে প্র্যাকটিস করে থাকেন। তাঁর স্বামী অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদও সুপ্রিম কোর্টের আইনজীবী। তাঁরা উভয়ে সকলের কাছে দোয়া প্রার্থী।