
মোবারক হোসেন ভূঁইয়া (সোনালী সন্দ্বীপ) চট্টগ্রাম ::
দীর্ঘ প্রায় ৩৬ বছর পর গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চাকসুতে নির্বাচিত সন্দ্বীপে জন্মগ্রহণকারী ৫ জন ছাত্র প্রতিনিধিকে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে গত ২১ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে এক বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ষ্টাফ প্রতিনিধি আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায় উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। স্বাগত বক্তব্য রাখেন, পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ সলিমুল্লাহ।
সন্দ্বীপ নাগরিক সমাজ চট্টগ্রাম’র আজীবন সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি'র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ শাহাদাত হোসেন, কালাপানিয়া এসডিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া রিপন, সাউথ এশিয়ান কলেজের প্রভাষক কাজী তালিমুল হক, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিধ্যালয়ের সভাপতি রিফাত রহমান, সাংবাদিক সৈয়দ আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সংবর্ধিত- চাকসু’র সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, শাহজালাল হল সংসদের ভিপি আালাউদ্দিন সন্দ্বীপি, শহীদ ফরহাদ হোসেন হল সংসদের এজিএস কাজী তাফহীমুল হক, আলাওল হল সংসদের বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হোসাইন এবং প্রীতিলতা হল সংসদের রিডিংরুম, ডাইনিং ও লাইব্রেরী বিষয়ক সম্পাদক তাহসিন আহমেদ তৃষা।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান বলেন, বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর অনুষ্ঠিত হওয়া চাকসু নির্বাচনে সন্দ্বীপের সন্তান যারা নির্বাচিত হয়েছে তাদের দায়িত্ব অনেক। সন্দ্বীপের খ্যাতিমান মানুষের জীবন বৃত্তান্ত তোমাদের অধ্যয়ন করা উচিত। তাহলে সত্যিকারের একজন সন্দ্বীপিয়ান, একজন আলোকিত মানুষ হওয়া সহজ হবে।