আজ বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫ || ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ০২:১২ অপরাহ্ন
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
এইচএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সন্দ্বীপ নাগরিক সমাজ চট্টগ্রাম

'সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম' এর উদ্যোগে উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফলে জিপিএ-৫ প্রাপ্ত সন্দ্বীপের ৭১ জন কৃতী শিক্ষার্থীকে গত ৮ নভেম্বর ২০২৫, শনিবার বিকেল ০৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেয়া হয়।

বাচিকশিল্পী জেবুন নাহার শারমিনের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে করেন প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ এর  সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহ্ আলমগীর।  

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ শাহ্ আলমগীর বলেন- এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অবশ্যই পড়ালেখায় ভাল। তাই তাদের যোগ্য, চরিত্রবান এবং সুনাগরিক হিসেবে জীবন গড়ে পরিবার ও সমাজের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুুত হতে হবে। মনে রাখতে হবে তোমরাই আগামীর বাংলাদেশ। ভুলে গেলে চলবে না সবার আগে দেশ।  

বিশেষ অতিথি ছিলেন- কুয়েত বিএনপি’র সাবেক সভাপতি (২০ বছর) ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট  মুহাম্মদ সলিমুল্লাহ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মাহমুদা আখতার খানম, দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মারুফুল ইসলাম এবং চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ মোশারেফ হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ। এতে মোটিভেশনাল স্পিকার ছিলেন, ডেল্টা ইমিগ্রেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আলমগীর।
এই সময় অন্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাস্টার মুসলিম উদ্দিন পিন্টু, সম্মানিত নির্বাহী সদস্য কামরুল ইসলাম টিটু, আজীবন সদস্য সাবেক প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা, হালিশহর ন্যাশনাল গ্রামার স্কুলের প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ কায়সার, সরকারি হাজী আবদুল বাতেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, মোঃ এনায়েত হোসাইন।

কৃতী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শওকত জাহান, সুমাইয়া জাহান, বিদিতা বনিক, মোহাম্মদ হাসিব শারনিয়াত মৌন, রাফিন উদ্দিন বাঁধন ও ফাইরুজ নাওয়ার তাজদী।

অনুষ্ঠানে পবিত্র  কোরআন থেকে অংশ বিশেষ তেলাওয়াত করেন সংগঠনের আজীবন সদস্য মাওলানা দেলোয়ার হোসাইনের।

কৃতী শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয় এবং পুরস্কার হিসেবে দুটি বই, অভিনন্দন স্মারক, অভিনন্দন সনদপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়।