আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৪:১৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৫   |   sonalisandwip.com
জেলা তথ্য অফিস চট্টগ্রামের উদ্যোগে সন্দ্বীপের হরিশপুর ইউনিয়নে কমিউনিটি সভা অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন (সোনালী সন্দ্বীপ) ::

জেলা তথ্য অফিস চট্টগ্রাম এর উদ্যোগে সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জেলে পাড়ার শিব মন্দির প্রাঙ্গণে এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।

৫ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় 'শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম এর আওতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুর যথাযথ বিকাশ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, ইভটিজিং, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কমিউনিটি সভা আয়োজন করা হয়েছে।

এসডিআই সিসিআর প্রজেক্টের কমিউনিটি মোবিলাইজার ও সন্দ্বীপ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন এর সভাপতিত্বে এ কমিউনিটি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিস চট্টগ্রাম এর সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দীন।

সভা সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস চট্টগ্রাম এর সহকারী তথ্য অফিসার আয়েশা ছিদ্দিকা।

উক্ত সভায় বক্তারা বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, গুজব, শিশুর প্রতি সহিংসতা, সাম্প্রদায়িকতা প্রভৃতি সামাজিক সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে নারীর ভূমিকার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।