ইলিয়াস কামাল বাবু, (সোনালী সন্দ্বীপ) । ।
সন্দ্বীপের প্রয়াত বিশিষ্ট সমাজসেবী মনজুর আহমদ স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট- ২০২৪ এর আয়োজন উপলক্ষে অংশ গ্রহনেচ্ছু দল সমূহের মধ্যে ড্র অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে ৩১ আগস্ট ' বিকেল ৪ টায় সন্দ্বীপ এনাম নাহার মোড়স্থ মোহাম্মদ মিয়া কমপ্লেক্স ভবনে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের পর মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মাস্টার মাকসুদুর রহমান সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন - পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও টূর্ণামেন্ট কমিটির আহবায়ক মাস্টার সাইফুল ইসলাম।
অতিথিদের মধ্যে সংক্ষিপ্ত স্মৃতিচারন মুলক আলোচনায় অংশ নেন- সন্দ্বীপ উপজেলা বিএনপি নেতা মো: জামসেদুর রহমান, হারামিয়া আফগান সমাজ জামে মসজিদের সভাপতি মো: আবুল কাশেম, টূর্ণামেন্ট আয়োজনকারী পরিবারের পক্ষে সন্দ্বীপের পল্ট্রি শিল্প সম্প্রসারনের প্রধান ও সফল উদ্যেক্তা ফেরদৌস আহমদ কৌশিক, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সন্দ্বীপ সার্ভিস সেন্টারের ইনচার্জ মো: আবদুল কাইউম।
উপস্থিত ছিলেন- দক্ষিণ সন্দ্বীপের সারিকাইত মমতাজুল উলুম মাদরাসার সুপার মাওলানা নুরুল আলম ও সন্দ্বীপ উপজেলা সদরের প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাবস্থাপক আবদুর রহমান সুমন।
বক্তারা তাদের বক্ত্যব্যে ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন, তারা বলেন- পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলের স্বৈরাচারী শাসনের বিপরীতে কল্যাণকর, গণমুখী ও সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। সন্দ্বীপ যেনো হয় সকলের সন্দ্বীপ। বক্তারা এ টূর্ণামেন্ট আয়োজনকারী পরিবার কে সাধুবাদ জানান। পরে মনজুর আহমদ স্মৃতি ফুটবল টূর্ণামেন্টে অংশগ্রহনেচ্ছু ৬ টি দলের মধ্যে ড্র অনুষ্ঠিত হয়। ছাত্র-গণঅভ্যুত্থানে নিহতের মধ্যে ৬ জন শহীদের নামে ৬ টি দলের নামকরন করা হয়। আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় শহীদ ওয়াসিম আকরাম দল বনাম শহীদ সৈকত দলের মধ্যেকার উদ্বোধনী খেলার মধ্য দিয়ে এ টূর্ণামেন্ট মাঠে গড়াবে।
উল্লেখ্য, মনজুর আহমদ স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের পৃষ্ঠপোষকতা করছে এম. এ মোবারক মিয়ার পরিবারবর্গ।
সবশেষে, মাওলানা নুরুল আলমের পরিচলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ৫ আগস্ট সংগঠিত ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয় এবং টূর্ণামেন্ট আয়োজনকারী সহ এর সুন্দর পরিসমাপ্তির জন্যও দোয়া করা হয়।